Type Here to Get Search Results !

স্কুল থেকে আর ফেরা হল না, উলুবেড়িয়ায় পুলকার দুর্ঘটনায় মৃত্যু তিন পড়ুয়ার, আহত দুই

স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা। উলুবেড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুলকার রাস্তার ধারের পুকুরে উল্টে পড়ে মৃত্যু হল তিন পড়ুয়ার। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও দুই শিশু। সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ এই হৃদয়বিদারক ঘটনা ঘটে, যা গোটা এলাকায় শোকের ছায়া নামিয়ে এনেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাসপাড়া অভিমুখে যাচ্ছিল পুলকারটি। গাড়িটিতে মাদার মেরিনা মিশন স্কুলের পাঁচজন পড়ুয়া ছিল, যাদের বয়স ৬ থেকে ১১ বছরের মধ্যে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার আগে দুটি গাড়ির মধ্যে রেষারেষি চলছিল এবং পুলকারটির গতি ছিল অত্যধিক। সেই অবস্থাতেই চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি সোজা পাশের পুকুরে গিয়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। কোনও ভারী যন্ত্রপাতি না থাকলেও সম্মিলিত প্রচেষ্টায় গাড়িটি টেনে তোলা হয়। অচেতন অবস্থায় উদ্ধার করা পাঁচ পড়ুয়াকে দ্রুত হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। নিহত পড়ুয়ারা হল ইশিকা মণ্ডল (৭), সৌভিক দাস (১১) ও আরিন দাস (৯)। আহত দুই শিশুর চিকিৎসা চলছে এবং তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ঘটনাস্থলে এখনও ছড়িয়ে রয়েছে পড়ুয়াদের জুতো, ব্যাগসহ বিভিন্ন সামগ্রী, যা দুর্ঘটনার ভয়াবহতার সাক্ষী। খবর পেয়ে পুলিশ ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলকারে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, নাকি অতিরিক্ত গতি ও রেষারেষির জেরেই দুর্ঘটনা ঘটেছে— তা খতিয়ে দেখতে ফরেন্সিক পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

এই দুর্ঘটনায় তিন শিশুর অকালপ্রয়াণে এলাকায় গভীর শোকের আবহ তৈরি হয়েছে। নিরাপদ স্কুল পরিবহণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.