Type Here to Get Search Results !

উলুবেড়িয়ায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু মহিলার, গুরুতর আহত স্বামী ও কন্যা

উলুবেড়িয়ায় ফের পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক মহিলার। মঙ্গলবার ভোরে উলুবেড়িয়ার মুম্বই রোডের পানপুর মোড়ে একটি দ্রুতগতির ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাইক আরোহী মহিলার। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী ও নাবালিকা কন্যা। তাঁদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরের দিকে বাইকে করে পরিবারটি যাচ্ছিল। সেই সময় পিছন দিক থেকে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় বাইকটি ছিটকে পড়ে যায় রাস্তায়। ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

দুর্ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং ডাম্পার চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। খবর পেয়ে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডাম্পারটিকে আটক করা হয়েছে, চালক পলাতক বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মুম্বই রোডের এই অংশে ভারী যানবাহনের বেপরোয়া গতি প্রায় নিত্যদিনের ঘটনা। পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থার অভাবেই একের পর এক দুর্ঘটনা ঘটছে বলে দাবি তাঁদের। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

এই মর্মান্তিক দুর্ঘটনা ফের উলুবেড়িয়ায় সড়ক নিরাপত্তা ও ভারী যান চলাচল নিয়ন্ত্রণের প্রশ্নকে সামনে এনে দিয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.