ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে ঘিরে আতঙ্কের আবহে উলুবেড়িয়ায় সক্রিয় হল তৃণমূল কংগ্রেস। SIR সংক্রান্ত ভয়ের জেরে এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ ওঠার পর পরিস্থিতি সামাল দিতে সরাসরি ময়দানে নামেন উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ। রবিবার তিনি মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে—এই আশঙ্কা থেকেই এলাকায় চরম মানসিক চাপ তৈরি হয়েছিল। সেই প্রেক্ষিতেই আত্মহত্যার ঘটনাটি ঘটে বলে অভিযোগ। ঘটনার পর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয়, SIR প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি ও গুজব ছড়ানো হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে অযথা ভয় তৈরি হচ্ছে।
সাংসদ সাজদা আহমেদ স্থানীয়দের উদ্দেশে জানান, বৈধ ভোটারদের নাম কোনওভাবেই বাদ যাবে না। SIR একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া এবং তা সঠিকভাবে সম্পন্ন করাই লক্ষ্য। তিনি মানুষকে আতঙ্কিত না হয়ে সহযোগিতার বার্তা দেন এবং প্রয়োজনে দলীয় কার্যালয়ে বা স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।
এই ঘটনার পর উলুবেড়িয়া জুড়ে তৃণমূল কংগ্রেসের তরফে সচেতনতা ও আশ্বাসমূলক কর্মসূচি জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় সূত্রের খবর, আগামী দিনে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলে SIR সংক্রান্ত ভুল ধারণা দূর করার উদ্যোগ নেওয়া হবে। রাজনৈতিক মহলের মতে, ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে তৈরি হওয়া এই পরিস্থিতি প্রশাসন ও শাসকদল—উভয়ের কাছেই একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।


