Type Here to Get Search Results !

উলুবেড়িয়ায় প্রতিষ্ঠা দিবস ঘিরে তৃণমূলের প্রস্তুতি সভা, রাজনৈতিক তৎপরতা বাড়াল বিরোধীরাও

নতুন বছরের শুরুতেই রাজনৈতিক ময়দানে সক্রিয় হয়ে উঠছে উলুবেড়িয়া। পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে এলাকায় শুরু হয়েছে দলীয় প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা। গতকাল উলুবেড়িয়ার বিভিন্ন অংশে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মীসভা ও প্রশিক্ষণমূলক বৈঠক অনুষ্ঠিত হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

সভায় সংগঠনকে আরও মজবুত করা, বুথভিত্তিক প্রস্তুতি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়। দলীয় নেতৃত্ব কর্মীদের উদ্দেশে মানুষের কাছে পৌঁছে গিয়ে সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল তুলে ধরার বার্তা দেন। পাশাপাশি, বিরোধীদের সমালোচনার মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এদিকে শাসকদলের এই সক্রিয়তার পাল্টা হিসেবে উলুবেড়িয়ায় বিরোধী দলগুলিও নড়েচড়ে বসেছে। বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলের তরফেও সম্প্রতি অভ্যন্তরীণ বৈঠক ও সাংগঠনিক আলোচনা হয়েছে বলে রাজনৈতিক মহলে খবর। স্থানীয় ইস্যু, জনসংযোগ এবং কর্মসূচির রূপরেখা নিয়েই এই বৈঠকগুলি অনুষ্ঠিত হয়েছে বলে জানা গিয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বছরের শুরুতেই এই প্রস্তুতি স্পষ্ট করে দিচ্ছে যে উলুবেড়িয়ায় আগামী দিনে রাজনৈতিক লড়াই আরও তীব্র হতে চলেছে। প্রতিষ্ঠা দিবসকে ঘিরে শাসক ও বিরোধী—উভয় পক্ষের এই তৎপরতা আসন্ন নির্বাচনী আবহেরই ইঙ্গিত বলে মনে করছেন তাঁরা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.