ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে ছড়ানো আতঙ্কের জেরে উলুবেড়িয়ায় এক যুবকের আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উলুবেড়িয়া থানার অন্তর্গত রাজাপুরের খলিসানি পঞ্চায়েত এলাকায় মঙ্গলবার রাতে বাড়ির মধ্যেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এক ব্যক্তির দেহ। মৃতের নাম জাহির মাল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, SIR সংক্রান্ত খবর ও গুজবের প্রভাবে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন জাহির। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যেতে পারে—এই আশঙ্কায় তিনি গভীর উদ্বেগে ছিলেন বলে দাবি পরিবারের। যদিও পরে খসড়া ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে বলেই জানা যায়, তবুও সেই তথ্য তাঁর কাছে স্পষ্টভাবে পৌঁছয়নি বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়ে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। আত্মহত্যার পিছনে শুধুমাত্র মানসিক চাপই কারণ কি না, নাকি অন্য কোনও বিষয় জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার পর SIR প্রক্রিয়া ঘিরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি ও আতঙ্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, সঠিক তথ্য ও সচেতনতার অভাবের কারণেই মানুষ ভয় পাচ্ছেন। প্রশাসন ও রাজনৈতিক মহলের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে সেই বার্তা তৃণমূল স্তরে পৌঁছচ্ছে কি না, তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।
উলুবেড়িয়ার এই মর্মান্তিক ঘটনা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও জনসচেতনতার প্রয়োজনীয়তাকে ফের সামনে এনে দিল বলে মনে করছেন রাজনৈতিক ও প্রশাসনিক মহলের একাংশ।


